| |
               

মূল পাতা জাতীয় এবার নাশকতার কোনো শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক


এবার নাশকতার কোনো শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক


রহমত ডেস্ক     20 February, 2022     01:23 PM    


এবার নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশজুড়ে শহীদ মিনারের নিরাপত্তায় নজরদারি করছে র‍্যাব।নাশকতার কোনো শঙ্কা নেই।

রোববার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‍্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সর্বোচ্চ নজরদারি থাকবে বলে জানান তিনি।  

এসময় সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি অনুসরণ সকলকে শহীদ মিনারে আসার আহ্বান জানান র‍্যাব মহাপরিচালক। তিনি বলেন, 'ডগ স্কোয়াড দিয়ে আমরা শহীদ মিনার এলাকায় সুইপিং করছি। বোম্ব স্কোয়াডও নিয়োজিত থাকবে।

এছাড়া র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকবে বলে জানান তিনি।