| |
               

মূল পাতা আন্তর্জাতিক নিজেদের গোয়েন্দা ড্রোনে নিজেরাই ক্ষেপণাস্ত্র হামলা করল ইসরাইল


নিজেদের গোয়েন্দা ড্রোনে নিজেরাই ক্ষেপণাস্ত্র হামলা করল ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক     14 February, 2022     10:08 AM    


ক্ষেপণাস্ত্রের সাহায্যে নিজেদেরই একটি ড্রোন ধ্বংস করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী। ইসরাইলের 'চ্যানেল-ফোরটিন' জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন সীমান্তে একটি ড্রোনের অবস্থান শনাক্ত করার পর সেটিকে ধ্বংস করে দেয়। তারা ভেবেছিল শত্রু পক্ষের কোনো ড্রোন তাদের সীমান্তে প্রবেশ করেছে।

ইসরাইলের 'চ্যানেল-ফোরটিন' আরও জানিয়েছে, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর সেনাবাহিনী বুঝতে পারে তারা ভুলক্রমে সেটাতে আঘাত হেনেছে। এটি সেনাবাহিনীর একটি গোয়েন্দা ড্রোন ছিল।

ইসরাইলি বাহিনী সব সময় প্রতিরোধ সংগ্রামীদের হামলার আশঙ্কায় থাকে। এ কারণে তারা প্রায়ই ভুল করে বসে। গত মাসে  ভুলক্রমে দুই সহকর্মীকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে একটি ঘাঁটির কাছে নিরাপত্তা টহল চলাকালে এ ঘটনা ঘটে। 

বর্ণবাদী ইসরাইল প্রতিনিয়ত ফিলিস্তিনিদের ওপর হত্যা-নির্যাতন চালাচ্ছে। এর মোকাবেলায় প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা।

-পার্সটুডে