রহমত ডেস্ক 13 February, 2022 08:24 AM
সড়কে চলতে চলতে বাসের সামনের অংশ হঠাৎ ভেঙে গেছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর খিলক্ষেতের ফুটওভার ব্রিজের নিচে এই ঘটনা ঘটে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন বেশকজন। আহত অবস্থায় এক যাত্রীকে হাসপাতালেও নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা এক ভিডিওতে দেখা গেছে, রাজধানীর বসিলা থেকে উত্তরা রুটে চলাচল করা পরিস্থান পরিবহনের একটি বাস ফুটওভার ব্রিজের নিচে এসে থেমে যায়। ঠিক ওই সময়ই বাসটির সামনের দিকের অংশ ভেঙে পড়ে। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন।
প্রত্যক্ষদর্শী পথচারী লীনা দিলরুবা শারমিন সেই ঘটনার ভিডিও ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘উল্টা দিকে দাঁড়ায় ছিলাম। বিকট শব্দ শুনে দেখি এই অবস্থা। এভিডেন্স রাখার জন্য জাস্ট ভিডিও করেই দৌঁড়ে গিয়ে দেখি মানুষ রক্তাক্ত।’
খিলক্ষেত থানার এসআই রাসেল পারভেজ বলেন, খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচে পরিস্থান পরিবহনের বাস ভেঙে গেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।