রহমত ডেস্ক 13 February, 2022 08:19 AM
রাজধানীর পুরান ঢাকার মাহুতটুলীর পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার(১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার পর (শনিবার দিবাগত রাত) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের কারণ ও সূত্রপাতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধারে (যদি থাকে) ও আগুন সম্পূর্ণ নির্বাপণে কাজ করছেন। এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে মাহুতটুলির একটি চারতলা ভবনের নিচতলায় অবস্থিত পলিথিনের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।