মূল পাতা আন্তর্জাতিক হিজাব ছোঁয়ার চেষ্টা করলে হাত কেটে ফেলব, এসপি নেত্রীর হুঙ্কার
আন্তর্জাতিক ডেস্ক 12 February, 2022 10:10 PM
উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের মধ্যে হিজাব নিয়ে কড়া মন্তব্য করলেন সমাজবাদী পার্টির নেত্রী রুবিনা খানম। তিনি বলেন, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম অঙ্গ মেয়েদের ঘোমটা এবং হিজাব। কিন্তু তা নিয়ে যেভাবে রাজনৈতিকীকরণ করা হচ্ছে, তা ঘৃণ্য। এর পরই এসপি নেত্রীর হুঙ্কার, 'যে হাত হিজাব ছোঁয়ার চেষ্টা করবে, সে হাত কেটে ফেলা হবে।'
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আন্দোলনে নেমেছিলেন কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধকরণের প্রতিবাদে। আর শনিবার আলিগড়ে উপস্থিত হন উত্তরপ্রদেশের এসপি নেত্রী রুবিনা।
হিজাব নিষিদ্ধ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'ভারতের মা-বোনদের সম্মান নিয়ে খেলার চেষ্টা করলে তাঁরাও ঝাঁসির রানি, রাজিয়া সুলতানা হয়ে উঠতে সময় নেবেন না। হিজাবে হাত দিলে সে হাত কেটে ফেলবেন তাঁরা।’ ‘যে রাজনৈতিক দলই সরকার চালাক না কেন, মহিলাদের দুর্বল ভাবার মতো ভুল যেন তারা না করে।’
সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড।