| |
               

মূল পাতা আন্তর্জাতিক পশ্চিমাদের হুঁশিয়ারি ‘পাত্তা’ দিলো না রাশিয়া


পশ্চিমাদের হুঁশিয়ারি ‘পাত্তা’ দিলো না রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক     12 February, 2022     08:17 AM    


ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের হুঁশিয়ারি ‘পাত্তা’ দিচ্ছে না রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর হুমকি বা চূড়ান্ত সময়সীমা কোনো কাজে আসবে না। রাশিয়াকে আল্টিমেটাম ও হুমকি দিয়ে কোনো কাজ হবে না।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মস্কো সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে এক বৈঠকে এ সতর্কবাণী উচ্চারণ করেন ল্যাভরভ। তিনি ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর আচরণকে ‘কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ বলেও অভিযোগ করেন। 

লিজ ট্রাসের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, বিশ্বের প্রতিটি স্বাধীন দেশের নিজের ইচ্ছা অনুযায়ী সামরিক মহড়া চালানোর অধিকার রয়েছে।

তিনি বেলারুশে চলমান মহড়াকে ‘আত্মরক্ষামূলক’ অভিহিত করে বলেন, মহড়া শেষে রাশিয়ার সেনারা তাদের ঘাঁটিগুলোতে ফিরে আসবে। 

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। পশ্চিমাদের শঙ্কা রাশিয়া যেকোনো মুহুর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে।