রহমত ডেস্ক 06 February, 2022 07:25 PM
জাতীয় পার্টির নীতি নির্ধারণী বিষয়ে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন। এছাড়া কেউ দলের নির্ধারণী বিষয়ে বক্তব্য দিলে তা দলীয় শৃ্ঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে।
আজ (৬ ফেব্রুয়ারি) রবিবার জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের ২১ ডিসেম্বর প্রেসিডিয়াম সদস্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাপা চেয়ারম্যান জিএম কাদের দলের প্রধান হিসেবে নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এছাড়া মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু দলটির মুখপাত্র হিসেবে কাজ করবেন। জাপার নীতি নির্ধারণী বিষয়ে দলীয় চেয়ারম্যান ও মহাসচিবের বাইরে কেউ বক্তব্য দিলে তা তার ব্যক্তিগত অভিমত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি হিসেবে বিবেচিত হবে।