রহমত ডেস্ক 02 February, 2022 11:04 PM
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরো দুইজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা মাত্র তিনজন। তাদের মধ্যে রাজধানীর সরকারি হাসপাতালে দুইজন ও অন্য বিভাগের হাসপাতালে একজন রোগী ভর্তি আছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
আজ (২ ফেব্রুয়ারি) বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টারও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই-এমআইএস ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হন ১২৮ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৫ জন। আর হাসপাতালে ভর্তি আছেন তিনজন। এদিকে, গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে মারা যান ১০৫ জন।