রহমত ডেস্ক 28 January, 2022 09:45 PM
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের ১৭ সদস্যবিশিষ্ট্য ঢাকা মহানগর কমিটি পূর্ণগঠন করা হয়েছে। মাওলানা আব্দুর রহমানকে সভাপতি ও মো: রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে পূর্ণনির্বাচিত করা হয়। আজ (২৮ জানুয়ারি) শুক্রবার সকাল ৯ ঘটিকয় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় সভাপতি হাফিজ জাকির বিল্লাহ পূর্বের কমিটি বিলুপ্ত করে কমিটি পূর্ণগঠন করেন।
কমিটি পূর্ণগঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম সম্পাদক মাওলানা আ ফ ম আকরাম হুসাইন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মো: মোফাচ্ছির হোসাইন, খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আরমান হোসাইন, প্রচার সম্পাদক মো: শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো: মুনঈম খান প্রমুখ।
মাওলানা মুজিবুর রহমান হামিদী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কুরআন-সুন্নাহর উপর আমল করতে হবে। বিভিন্ন তন্ত্র-মন্ত্রের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। একমাত্র খেলাফত শাসন ব্যবস্থার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিঁনি ছাত্রদের মাঝে ইসলামী চেতনা জাগ্রত করে ইসলাম কায়েমে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
মাওলানা আ ফ ম আকরাম হুসাইন বলেন, মুক্তিযুদ্ধের পর দেশে যত আন্দোলন সংগ্রাম সফলতা লাভ করেছে সেসবে ছাত্রসমাজই অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রসমাজ জেগে উঠলে জাগবে দেশ। তিঁনি পূর্ণগঠিত কমিটির সদস্যদেরকে আমলে মনোযোগী হয়ে ছাত্র সমাজকে সংগঠিত করার পরামর্শ প্রদান করেন।
মোফাচ্ছির হোসাইন বলেন, খেলাফতের কাজকে ইবাদত মনে করতে হবে। সংখ্যাধিক্যতার উপর দৃষ্টি না দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সাংগঠনিক কর্মসূচিকে এগিয়ে নিতে হবে।
হাফেজ জাকির বিল্লাহ তার বক্তব্যে বলেন, হাফেজ্জী হুজুর রহ. এর মিশন বাস্তবায়ন করতে নিজেকে মেলে ধরতে হবে । ইমাম মাহদীর কাফেলায় শরীক হতে প্রত্যেক সদস্যকে যোগ্যতার উন্নয়ন ঘটাতে হবে।