| |
               

মূল পাতা স্বাস্থ্য ডেঙ্গু আরো একজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে


আরো একজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে


রহমত ডেস্ক     27 January, 2022     07:52 PM    


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরো একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯ জন।  তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

আজ (২৭ জনুয়ারি) বৃহস্পতিবার  সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টারও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ডা. এম আই এস মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১২৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ১১৮ জন হাসপাতাল ছেড়েছেন। নতুন বছরে ডেঙ্গুতে এখনও কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে, গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২৮ হাজার ৪২৯ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১০৫ জন।