| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ময়লার গাড়ির ধাক্কায় এবার নারী পরিচ্ছন্নতা কর্মী নিহত


ময়লার গাড়ির ধাক্কায় এবার নারী পরিচ্ছন্নতা কর্মী নিহত


রহমত ডেস্ক     23 January, 2022     02:12 PM    


রাজধানীর মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক নারী পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ বলছে, ওই নারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

জানা গেছে, নিহত পরিচ্ছন্নতাকর্মীর নাম শিখা রানী (৫৫)। গতকাল দিনগত রাতে মহাখালী উড়ালসেতুর মুখে রাস্তা ঝাড় দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নতাকর্মী। এ সময় এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে আজ রোববার (২৩ জানুয়ারি) তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিলেন। তারা বলেছেন, সিটি করপোরেশনের ময়লার গাড়ি শিখা রানীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শাহ আলম আরও বলেন, অজ্ঞাত চালককে আসামি করে মামলা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্র বলছে, ওই পরিচ্ছন্নতাকর্মী পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন।

এর আগে গত ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যান। এর পরদিন রাজধানীর পান্থপথ এলাকায় উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় প্রথম আলোর সাবেক কর্মী আহসান কবির খান মারা যান। 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা বনানী