রহমত ডেস্ক 21 January, 2022 10:09 AM
সংক্রমণ কমে আসলে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্যই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা খুশি মনে এই সিদ্ধান্ত নিয়েছি, এমন ভাবার কারণ নেই।
শুক্রবার (২১ জানুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন কারিকুলাম নিয়ে একটি পর্যালোচনা সভা শেষে এসব কথা জানান।
এ সময় তিনি বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার পাশাপাশি টিকাদান কার্যক্রমও অব্যাহত থাকবে। এছাড়া এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি কোনো প্রভাব ফেলবে না। যথাসময়েই ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
এসময় তিনি বলেন, বন্ধের কারণে শিক্ষার্থী ঝরে পরার হার আশঙ্কাজনক হয়নি। আর অনলাইন ও অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধের মধ্যেও চলবে বলেও জানান শিক্ষামন্ত্রী।