| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে ছাত্র অধিকারে মশাল মিছিল


শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে ছাত্র অধিকারে মশাল মিছিল


রহমত ডেস্ক     16 January, 2022     10:13 PM    


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ। আজ (১৬ জানুয়ারি) রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানান তারা। একইসঙ্গে তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির নির্দেশে প্রশাসন ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালিয়েছে, সেখানে এখন পর্যন্ত অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়েছেন। রাতের অন্ধকারে সেখানে গেট লাগিয়ে দিয়ে নির্যাতন করা হচ্ছে। আমরা আহ্বান জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্ররা এখনো অবরুদ্ধ আছে তাদেরকে আপনারা নিরাপত্তা দিন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিলেটবাসীর প্রতি আহ্বান জানাবো আপনাদের সন্তানকে রক্ষা করতে আপনারা ক্যাম্পাসে যান, তাদেরকে বাঁচান।

প্রসঙ্গত, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায়।