রহমত ডেস্ক 16 January, 2022 11:28 AM
মন্ত্রণালয়ের আশ্বাসে ময়মনসিংহ বিভাগের গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক সমিতি। মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে, গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানো হবে। গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছিলো।
আজ (১৬ জানুয়ারি) ভোর থেকে রাস্তায় ছিল না ঢাকাগামী ময়মনসিংহ বিভাগের গণপরিবহন। ধীরগতির উন্নয়ন কর্মকাণ্ডের কারণে গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিবহন চলাচলে একরকম অচলাবস্থা তৈরি হয়েছে। ময়মনসিংহ থেকে গাজীপুরে মাত্র ১ ঘণ্টায় পৌঁছানো গেলেও এরপর ঢাকার মহাখালী পর্যন্ত যেতে সময় লেগে যাচ্ছে ৪-৫ ঘণ্টা।
এ অবস্থা নিরসনের দাবিতে গত ২ জানুয়ারি সংবাদ সম্মেলন করে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজ ও ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি। এজন্য ১৫ জানুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছিল আল্টিমেটাম। তবে বেধে দেওয়া সময়ের মধ্যে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় ওই ধর্মঘট ডাকা হয়।