| |
               

মূল পাতা আন্তর্জাতিক বিশ্বে ৩১ কোটি ৩৮ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা


বিশ্বে ৩১ কোটি ৩৮ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা


রহমত ডেস্ক     12 January, 2022     09:03 AM    


গত ২৪ ঘণ্টায় বিশ্বে ২৬ লাখ ৬৩ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে প্রাণহানি হয়েছে ৭ হাজার ৭১৬ জনের। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩১ কোটি ৩৮ লাখ ছাড়াল। আর ৫৫ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেল মোট মৃত্যুর সংখ্যা।

ওমিক্রনের আগ্রাসনে ইউরোপীয় দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশংকা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী দুই মাসের মধ্যে মহাদেশটির মোট জনসংখার অর্ধেকের বেশি ওমিক্রনে আক্রান্ত হতে পারে বলে শংকা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

২৪ ঘণ্টায় ফ্রান্সে আবারও সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৮ হাজারের বেশি। ইতালিতে ২ লাখ ২০ হাজারের অধিক, যুক্তরাজ্যে ১ লাখ ২০ হাজারের বেশি এবং স্পেনে ১ লাখ ৩৪ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনা।

এদিকে ২৪ ঘণ্টায় ৫ লাখ ৭৬ হাজারের বেশি আক্রান্ত এবং ২ হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ২৬ কোটি ১৬ লাখের বেশি মানুষ।