রহমত ডেস্ক 08 January, 2022 08:59 AM
আগামী ১৬ জানুয়ারি শুরু হয়ে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে পুলিশ সপ্তাহ ২০২২। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে গত বছর (২০২১ সালে) পুলিশ সপ্তাহ হয়নি। এবার করোনার প্রকোপ কমে আসায় দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে অনুষ্ঠানটির। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, এবারের পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে পুলিশ বাহিনীর সদস্যরা তাদের দাবি-দাওয়া তুলে ধরবেন। সেগুলোর মধ্যে রয়েছে—পুলিশের বাধ্যতামূলক ছুটি, ঝুঁকিভাতা, আসামি বহনের ভাতা বাড়ানো, ওভারটাইম চালুসহ এক গুচ্ছ দাবি।
পুলিশ সপ্তাহের প্রথম দিন বাহিনীর সদস্যদের সঙ্গে কল্যাণ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তুলে ধরা হবে এসব দাবি-দাওয়া। গতবারের পুলিশ সপ্তাহে উপস্থাপিত যে দাবি পূরণ হয়নি, তাও এবার নতুনভাবে উপস্থাপিত হবে বলে জানা গেছে।
‘পুলিশ সপ্তাহ-২০২২’ এর সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়ে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান বলেন, রাজারবাগ পুলিশ লাইনস মাঠ ‘পুলিশ সপ্তাহ-২০২২’ এর জন্য প্রস্তুত করা হচ্ছে । পুলিশের সব ইউনিট নিয়ে প্যারেড হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।