রহমত ডেস্ক 23 December, 2021 08:55 PM
তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের নামে মামলা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হকের আইনজীবী এ কে এম ওমর ফারুক নয়ন। তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে এই মামলার আবেদন করা হয়। তবে আদালত এখনও মামলার আদেশ প্রদান করেননি বলে জানিয়েছেন ওমর ফারুক নয়ন।
তিনি বলেন, মুরাদ হাসান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের সদস্য জাইমা রহমানের নামে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেছেন। জাইমা রহমান সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য। তাকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও অশালীন মন্তব্য করেছেন।
তিনি আরো বলেন, নাহিদ হেলাল নামের এক উপস্থাপকের টকশোতে সংযুক্ত হয়ে মুরাদ হাসান উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিয়া পরিবারের সদস্যদের নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছে। তাই দণ্ডবিধির ১৫৩(ক), ৫০৫ (ক) ও ৫০৯ ধারায় দায়ের করা এই মামলায় প্রধান আসামি করা হয়েছে মুরাদ হাসানকে। তার সঙ্গে নাহিদ হেলালকেও আসামি করা হয়েছে।