| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ঢাবি ছাত্রী ইলমার মৃত্যু: স্বামী ইফতেখার আবারও রিমান্ডে


ঢাবি ছাত্রী ইলমার মৃত্যু: স্বামী ইফতেখার আবারও রিমান্ডে


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     22 December, 2021     07:10 PM    


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার মৃত্যুর ঘটনায় করা মামলায় স্বামী ইফতেখার আবেদীন আবারও রিমান্ডে। জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামিকে দুই দিনের রিমান্ড শেষে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় ফের তিন দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মো. সালাউদ্দিন।

এদিন রাষ্ট্রপক্ষে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করা হয়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জিল্লুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম আরফাতুল রাকিব জামিনের আবেদন নাকচ করে এ আদেশ প্রদান করেন।

এর আগে, গত ১৪ ডিসেম্বর বিকেল চারটার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান ইলমা। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছিল ইলমার সহপাঠীরা।

/জেআর/