| |
               

মূল পাতা জাতীয় আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীকে দেখতে হাসপাতালে হেফাজতের মহাসচিব


আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীকে দেখতে হাসপাতালে হেফাজতের মহাসচিব


নিজস্ব প্রতিনিধি     19 December, 2021     06:00 PM    


হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর, খেলাফত আন্দোলনের আমীর ও জামিয়া নূরিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীকে দেখেতে হাসপাতালে গেছেন সদ্য দায়িত্ব প্রাপ্ত হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। 

শনিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে তিনি হাসপাতালে যান। 

হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর অবস্থা আগের চেয়ে অনেকটা উন্নতির দিকে। করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে তাঁকে এখন সাধারণ বেডে দেয়া হয়েছে। তিনি স্বাভাবিক কথা-বার্তা বলতে পারছেন। সুস্থতার জন্য দেশবাসীর নিকট তিনি দু'আ চেয়েছেন।

তিনি আরো জানান, দুই সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সাথে ঠান্ডাজনিত অসুস্থতাও ছিলো। এখন তাঁর নিউমনিয়ার চিকিৎসা চলছে। সোমবার তার এনজিওগ্রাম করা হবে। চার বছর  আগে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর ওপেন  হার্ট সার্জারী করা হয়েছিলো। তাছাড়া তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বয়সজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছেন।

তিনি আরো বলেন, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ইসলামের জন্য নিবেদিতপ্রাণ একজন মুরুব্বি আলেম। ইসলাম ও মুসলমানের কল্যাণে এই বৃদ্ধ বয়সেও তিনি দ্বীনের নানা খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন৷ হেফাজতে ইসলামের বিভিন্ন ঈমানী আন্দোলনে তিনি বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসী ভূমিকা পালন করেন। দেশ ও জাতীর এই ক্রান্তিলগ্নে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর মতো একনিষ্ঠ আলেম আমাদের জন্য ছায়া স্বরূপ।

আমি দেশবাসীর নিকট তাঁর আশু সুস্থতার জন্য দু'আর আবেদন করছি। আল্লাহ তায়া'লা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী সাহেবকে পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন।