| |
               

মূল পাতা সারাদেশ চটপটি খেতে গিয়ে ঘরে ফেরা হলো না রাকিবের


চটপটি খেতে গিয়ে ঘরে ফেরা হলো না রাকিবের


রহমত ডেস্ক     18 December, 2021     09:59 AM    


যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রহমান রাকিব সর্দার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সে বকচর হুশতলা কবরস্থান এলাকার মৃত লিটু সর্দারের ছেলে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের বকচর হুসতলা কবরস্থানের পশ্চিম পাশে শহিদুলের চটপটির দোকানের পাশে এ ঘটনা ঘটে। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

নিহত রাকিবের ছোট ভাই রাজিব সর্দার জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে রাকিব স্থানীয় মোড়ে শহিদুলের দোকানে চটপটি খেতে যান। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মুরসালিনুর রহমান মৃত ষোষণা করেন।

রাজিব সর্দার আরও জানান, স্থানীয়দের মাধ্যমে শুনেছেন সবুজ নামে এক যুবক রাকিবকে ছুরিকাঘাত করেছে।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুরসালিনুর রহমান জানান, লোকজন মৃত অবস্থায় আব্দুর রহমান সর্দার রাকিবকে জরুরি বিভাগে আনেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। আমরা তৎপরতা শুরু করে দিয়েছি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা ধামরাই