| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন কওমী কারিগরি ইনস্টিটিউটের ৩ দিনব্যাপী ইংরেজি মুয়াল্লিম প্রশিক্ষণ শুরু


কওমী কারিগরি ইনস্টিটিউটের ৩ দিনব্যাপী ইংরেজি মুয়াল্লিম প্রশিক্ষণ শুরু


রহমত ডেস্ক     16 December, 2021     05:25 PM    


ইসলাম প্রচারে ইংরেজিতে পারদর্শী ও কর্মমুখী শিক্ষায় দক্ষতা অর্জনের লক্ষ্যে কওমী কারিগরি ইনস্টিটিউ‘র তিন দিনব্যাপী ইংরেজি মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

আজ (১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত রাজধানীর উত্তরাস্থ দারুল আজহার মডেল মাদরাসায় এই প্রশিক্ষণ শুরু হয়। আগামী ১৮ ডিসেম্বর শনিবার বিকাল ৫ টা পর্যন্ত চলবে।

প্রধান প্রশিক্ষক ছিলেন, ইংরেজি শেখার সাড়া জাগানাে প্রতিষ্ঠান সাইফুর’স-এর প্রতিষ্ঠাতা, ‘যেভাবে শিখবাে ইংরেজি’ পদ্ধতির আবিষ্কারক সাইফুর রহমান। এতে অতিথি প্রশিক্ষক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাওলানা যুবায়ের আহমাদ।

এতে উদ্ভোদক হিসেবে ছিলেন, কওমী কারিগরি ইনস্টিটিউ‘র চেয়ারম্যান মাওলানা রুহুল আমীন সাদী। কোর্স ব্যবস্থাপক ছিলেন কওমী কারিগরি ইনস্টিটিউ‘র সেক্রটারী জেনারেল মাওলানা মুহিবুল্লাহ।

এতে অতিথি হিসেবে ছিলেন, দারুল আজহার মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, দারুল আজহার মডেল মাদরাসার নির্বাহী পরিচালক মুহাম্মদ এনামুল হক হাসান, দাবানল শিল্পীগোষ্ঠীর পরিচালক কাউসার আহমদ সোহাইল।