| |
               

মূল পাতা আন্তর্জাতিক আমিরাত সফরে প্রথমবারের মতো ইসরায়েলি প্রধানমন্ত্রী


আমিরাত সফরে প্রথমবারের মতো ইসরায়েলি প্রধানমন্ত্রী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     12 December, 2021     08:18 PM    


প্রথমবারের মতো আরব আমিরাত সফরে গেলেন অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গত বছর আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিকের পর এবারই প্রথম মুসলিম দেশটিতে সফরে যাওয়ার সুযোগ পেলেন কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী।

রোববার (১২ ডিসেম্বর) উপসাগরীয় এই দেশের শাসকের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। খবর রয়টার্স-এর।

সফরের আগে ইসরায়েলের মন্ত্রিসভাকে নাফতালি বেনেট বলেন, আমি এখন পর্যন্ত ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রোববার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে বের হব।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, রোরবার আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন নাফতালি বেনেট। যদিও এই সফরের ব্যাপারে আবু ধাবির কাছ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের উদ্যোগে আব্রাহাম চুক্তি অনুযায়ী গত বছর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। এই চার দেশের প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসাবে আমিরাত সফরে যাচ্ছেন ইহুদিবাদী বেনেট।

/জেআর/