| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি ২০ দলীয় জোটকে সংস্কার করা দরকার : সেলিম


২০ দলীয় জোটকে সংস্কার করা দরকার : সেলিম


রহমত ডেস্ক     05 December, 2021     10:33 PM    


লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ২০ দলীয় জোট গঠন হওয়ার পর ১০ বছরের মধ্যে যারা এখনও পর্যন্ত একটা মানববন্ধন করতে পারেনি, মিছিল করতে পারেনি, সভা করতে পারেনি, তাদের ২০ দলে রেখে বিএনপির সিনিয়র নেতাদের অপমান করার কী দরকার আছে। ২০ দলীয় জোটকে সংস্কার করা দরকার।

আজ (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ কল্যাণ পার্টির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে  সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামের নির্বাহী কমিটির সদস্য আবদুল হালিম, এনডিপির চেয়ারম্যান মো আবু তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

সেলিম বলেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়া মানে গণ-আত্মহত্যা করা হবে। নির্বাচনের এক বছর আগে থেকেই বলেছি, শেখা হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচনে যাওয়া মানে গণ-আত্মহত্যা করা। একাদশ নির্বাচনে গিয়ে আমরা গণ-আত্মহত্যা করেছি। এখন তারা (আওয়ামী লীগ) ২০২৩ সালের নির্বাচনের প্ল্যান করছে। তাদের প্ল্যান হচ্ছে— কিছু দলকে নির্বাচনে নেবে, কিছু রাজনৈতিক দলকে নেবে না। কোনও অবস্থায় এ ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না।