মূল পাতা আন্তর্জাতিক বাইডেন-পুতিন বৈঠক মঙ্গলবার
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 05 December, 2021 11:41 PM
আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসতে যাচ্ছেন। জানা গেছে, ইউক্রেন ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সমাধান খুঁজতে তারা আবারও এ বৈঠকে মিলিত হচ্ছেন।
রোববার (৫ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, বৈঠকে ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উভয় নেতা আলোচনা করবেন। তবে মঙ্গলবারের এই বৈঠক মুখোমুখি হবে না। ভিডিওকলের মাধ্যমে অনুষ্ঠিত হবে। অবশ্য মঙ্গলবার ঠিক কখন পুতিন ও বাইডেনের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হবে, তা জানানো হয়নি।
এর আগে গত জুন মাসে সুইজারল্যান্ডের জেনেভায় ভিলা লা গ্রেঞ্জে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে অংশ নিয়েছিলেন পুতিন-বাইডেন।
প্রসঙ্গত, ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। জলবায়ু, ভূ-রাজনীতি, মানবাধিকার ও ইউক্রেন সীমান্তে বিপুল সংখ্যক রুশ সেনা মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে এই উত্তেজনা। এর প্রেক্ষিতেই ফের বৈঠকে বসতে চলেছেন বাইডেন ও পুতিন।
/জেআর/