রহমতটোয়েন্টিফোর ডেস্ক 17 November, 2021 10:42 PM
ক্ষমতা বাহাদুরি দেখানোর জন্য নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ক্ষমতা বাহাদুরি দেখানোর জন্য নয়, ক্ষমতাকে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে।
বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় রাষ্ট্রপতি আরও বলেন, সরকারি কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধি যেই হোক দায়িত্ব পালনের জন্য ক্ষমতাকে কাজে লাগাতে হবে। ক্ষমতার যাতে অপপ্রয়োগ না হয় তাও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্য জনপ্রতিনিধি এবং প্রশাসনসহ সবাইকে কাজ করতে হবে।
প্রসঙ্গত, ৭ দিনের সফরে নিজ এলাকা কিশোরগঞ্জে গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ফিরবেন তিনি।
/জেআর/