মূল পাতা মুসলিম বিশ্ব আজ পাকিস্তান যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 10 November, 2021 09:42 AM
আজ বুধবার পাকিস্তান সফরে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। জানা গেছে, দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক, আফগান নাগরিকদের ভিসা এবং আন্তঃসীমান্ত চলাচলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে জানানো হয়, ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান ক্ষমতায় আসার পর এটিই হবে তার প্রথম পাকিস্তান সফর।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি এক বিবৃতিতে জানিয়েছেন, আমির খান মুত্তাকির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ১০ নভেম্বর পাকিস্তান সফরে যাবে।
টুইটারে দেওয়া পোস্টে আবদুল কাহার বালখি জানান, আফগান প্রতিনিধি দলটি সম্পর্ক উন্নয়ন, অর্থনীতি, ট্রানজিট, শরণার্থী ইস্যু এবং নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সুবিধা আরও বাড়ানোর মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।
এ সফর এমন সময় হচ্ছে, যখন ভারত আফগানিস্তান নিয়ে বৈঠকের আয়োজন করেছে। আজই (১০ নভেম্বর) ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সভাপতিত্বে দিল্লিতে এ বৈঠক হওয়ার কথা। এতে অংশ নিতে রাশিয়া, ইরান, চীন, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলেও বৈঠকে অংশ নিতে ইসলামাবাদ অস্বীকৃতি জানিয়েছে।
/জেআর/