রহমতটোয়েন্টিফোর ডেস্ক 05 November, 2021 08:13 PM
তেলের দাম বেড়ে যাওয়ায় মানুষের জীবন আরও কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, তেলের দাম বাড়লে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। তেলের দাম বাড়লে পণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে যাবে। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন অতিষ্ঠ। তার উপর তেলের দাম বেড়ে যাওয়ায় মানুষের জীবন আরও কঠিন হয়ে পড়বে।
তিনি আরও বলেন, সরকার ব্যবসায়িক দৃষ্টি দিয়ে দেশ পরিচালনা করলে মানুষের কষ্ট আরও বেড়ে যাবে। সেবার মনোভাব নিয়ে দেশ পরিচালনা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে তেলের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে জিএম কাদের বলেন, করোনাকালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক কম ছিল, তখন তো তেলের দাম কমানো হয়নি। তখন যে পরিমাণ টাকা লাভ হয়েছে সেই টাকা কোথায় গেল? ভর্তুকি দিয়ে হলেও তেলের দাম সহনীয় রাখতে হবে।
/জেআর/