রহমতটোয়েন্টিফোর ডেস্ক 23 October, 2021 11:05 AM
বিরূপ আবহাওয়ায় ভারতের উত্তরাখণ্ডে ১১ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। জানা গেছে, ওই প্রদেশটির বিভিন্ন পাহাড়ি এলাকায় ট্রেকিং করতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে তারা প্রাণ হারিয়েছেন।
শনিবার (২৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭ হাজার ফুট ওপরে উত্তরাখণ্ডের লামখাগা পাসে তুষারঝড়ের কবলে পড়েন ওই পর্বতারোহীরা। পরবর্তীতে ভারতীয় বিমান বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে লামখাগা পাসের আশপাশ থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করে। খারাপ আবহাওয়ার কবলে পড়ে আরও একটি পর্যটক দলের ১০ সদস্য এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ১৭ জন পর্যটকের একটি দল উত্তরাখণ্ডের লামখাগা পাসের উদ্দেশে যাত্রা করেন। কিন্তু ১৮ অক্টোবর হঠাৎ তুষার ঝড় শুরু হওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ক্যাম্পের। আবহাওয়া খারাপ থাকায় দুর্গম পাহাড়ি এলাকায় তাৎক্ষণিক উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি।
/জেআর/