সাভার সংবাদদাতা 09 October, 2021 03:16 PM
রাজধানীর গাবতলীর তুরাগ নদীতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ শিশুসহ ৭ জন নিখোঁজ হয়। এদের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হালিম। তিনি জানান, শনিবার দুপুর ১টার দিকে তুরাগ নদী থেকে দুই শিশু ও এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়।
সকালে সাভারের আমিনবাজার তুরাগ নদীতে ট্রলার যোগে গাবতলী পাড়ে যাওয়া সময় নদীর মাঝপথে বালুভর্তি বাল্কহেড যাত্রীবাহী ট্রলারের ওপর উঠে যায়। এ সময় ট্রলার থেকে কেউ কেউ সাঁতরে তীরে পৌছালেও ৫ শিশু ও দুই নারী নিখোঁজ হন।
ফায়ার সার্ভিস জানান, যাত্রীবাহী ট্রলারটিতে শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই দিনমজুর শ্রমিক। ট্রলার ডুবে গেলে ১১ জন সাতঁরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন ৭ জন। খবর পেয়ে সাভার ও হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
/জেআর/