| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি তাদের গণআন্দোলনের ডাক শুনলে জনগণ হাসে : ওবায়দুল কাদের


তাদের গণআন্দোলনের ডাক শুনলে জনগণ হাসে : ওবায়দুল কাদের


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     08 October, 2021     09:56 PM    


বিএনপির গণআন্দোলনের ডাক শুনলে জনগণ হাসে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ এখন তাদের এ গণআন্দোলনের আহ্বানের ডাক শুনলে হাসে।

 শুক্রবার (৮ অক্টোবর) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা জানান। ওবায়দুল কাদের মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, দেশে এ মুহূর্তে গণআন্দোলনের বস্তুগত কোনো উপাদান নেই, অতীতের মতো এবারও জনগণ আপনাদের ডাকে সাড়া দেবে না।

ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন- তাহলে একদলীয় শাসন হয় কীভাবে? বিএনপি বহুদলীয় গণতন্ত্রের মুখোশের আড়ালে যা করেছিল জাতি তা ভুলে যায়নি।  বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা।

এ সময় ‘সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়’— বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি একদিকে ভোটে আসবে না, আবার নির্বাচিত হয়েও মির্জা ফখরুল ইসলাম সংসদে যাবেন না, সংসদে তো বিএনপির প্রতিনিধিও রয়েছে।

/জেআর/