| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ছবিতে দেখুন: তালেবান-আফগান সরকার, কার নিয়ন্ত্রণে কত ভাগ এলাকা


ছবিতে দেখুন: তালেবান-আফগান সরকার, কার নিয়ন্ত্রণে কত ভাগ এলাকা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     31 July, 2021     03:40 AM    


*বিরোধপূর্ণ জেলাগুলি হলো, যেখানে লড়াই চলছে বা যেখানে তালেবানের শক্ত ঘাঁটি।
*২০০৫-এ আফগানিস্তান সরকার নির্ধারিত সীমানার ভিত্তিতে চিহ্নিত জেলাগুলি
সূত্র: বিবিসি আফগান বিভাগ, ২৩ জুলাই ২০২১

আফগানিস্তানে সেনাবাহিনী ও তালেবানের মধ্যে তুমুল লড়াই চলছে। বিবিসি ইংরেজির খবরে বলা হয়েছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে তিনটি গুরুত্বপূর্ণ শহর ঘিরে এখন তীব্র লড়াই চলছে। আফগান সরকারি বাহিনীর কাছ থেকে এসব শহরের দখল নেয়ার জন্য তালেবান সেখানে তীব্র হামলা চালাচ্ছে।

পশ্চিমের হেরাত শহরে বিদ্রোহীরা তাদের আক্রমণ জোরদার করেছে এবং খবর পাওয়া যাচ্ছে তালেবান যোদ্ধারা শহরের ভেতর ঢুকে পড়েছে। লড়াই চলছে লস্কর গাহ এবং কান্দাহারেও।

তালেবান যোদ্ধারা হেরাত শহরের দক্ষিণে রণাঙ্গন এলাকা অতিক্রম করে শহরের বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে- এমন খবর পাওয়া যাচ্ছে।

/জেআর/