মূল পাতা মুসলিম বিশ্ব ইরাকে হাসপাতালে ভয়াবহ আগুন, ৬০ জনের মৃত্যু
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 13 July, 2021 08:46 PM
ইরাকের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
সোমবার (১২ জুলাই) রাতে নগরীর ইমাম হুসাইন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে এ আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরেই ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমি ঘটনাস্থল পরিদর্শন করতে নাসিরিয়ায় ছুটে গেছেন এবং সেখানে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।
ইরাকের বিভিন্ন গণমাধ্যম জানায়, নিহতদের মধ্যে পাঁচজন মেডিক্যাল স্টাফ, দুজন নার্স, তিনজন নারী এবং ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মী রয়েছেন। এখনো বহু মানুষ হাসপাতালের ভেতরে আটকা পড়ে আছে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
/জেআর/