রহমতটোয়েন্টিফোর ডেস্ক 11 July, 2021 01:10 PM
রূপগঞ্জে হাশেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গার্মেন্ট সেক্টরে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা দেশের সম্ভাবনাময় এই খাতকে হুমকির সম্মুখীন করেছে। অতীতের ঘটনাগুলোর যথাযথ বিচার না হওয়ায় বারবার এর পুনরাবৃত্তি হচ্ছে। কিছু অসাধু পুঁজিপতির ভোগবাদী মানসিকতার নিকৃষ্ট শিকারে পরিণত হচ্ছে আধুনিক কালের দাস (!) তথা খেটেখাওয়া শ্রমিক সমাজ। শ্রমিকের রক্ত পানি করা পরিশ্রমের উপর দাঁড়িয়ে ভোগবিলাসে মত্ত বুর্জোয়াদের অন্যায় ও নির্মম তৎপরতাকে দমন করা মানবিকতার দাবি। শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত না করে তালাবদ্ধ করে মৃত্যুমুখে ঠেলে দেওয়া জঘন্য বর্বরতা ছাড়া কিছু নয়।
নেতৃবৃন্দ বলেন, অপরিকল্পিতভাবে এই কারখানা প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী মালিক ও শ্রম পরিদর্শক কেউই দায় এড়াতে পারেন না। তাছাড়া বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ৬২ (৩) ধারা অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানে কক্ষ হতে বহির্গমনের পথ তালা বদ্ধ বা আটকিয়ে রাখা যাবে না। তাই যারা গেইট বদ্ধ রেখে নিরীহ শ্রমিকদের পুড়িয়ে হত্যা করেছে অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তা দানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্তপূর্বক সঠিক বিচারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তবে তা যেন অতীতের মতো আই ওয়াশমূলক না হয় সেটা নিশ্চিত করতে হবে।
বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন, পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, নায়েবে আমীর আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, মুফতী মুহাম্মাদ আলী কাসেমী, হাফেজ মাওলানা সালামাতুল্লাহ, মাওলানা আবদুল খালেক নিজামী, যুগ্মমহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, ডা. মাওলানা ইলিয়াস খান, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান, সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক, সহকারী অর্থ সচিব হাজী আনোয়ারুল কবীর, সহকারী সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী, মাওলানা রাশেদুল ইসলাম, সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা মাহমুদুল হক সাদেকী, যুব বিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
/প্রেসবিজ্ঞপ্তি/জেআর/