মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের দুই-তৃতীয়াংশ তালেবানের নিয়ন্ত্রণে : রাশিয়া
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 09 July, 2021 07:19 PM
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের দুই-তৃতীয়াংশের বেশি এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে রাশিয়া।
শুক্রবার (৯ জুলাই) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-এর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আফগান সরকার ও তালেবান উভয় পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, আফগানিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা বর্তমানে তালেবানের দখলে। প্রতিদিনই তারা নতুন নতুন জেলা সরকারি বাহিনীর হাত থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে।
অন্যদিকে, গত রোববার তালেবানের আক্রমণের মুখে প্রায় হাজারখানেক আফগান সৈন্য তাজিকিস্তানে পালিয়ে যায়। তবে এসব সৈন্যকে ফিরিয়ে এনে ফের তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে পাঠানো হবে বলে জানিয়েছে আফগান সরকার। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মহিব গত মঙ্গলবার জানান, ইতোমধ্যে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের অবস্থানত্যাগী ২ হাজার ৩০০ সৈন্যকে ফের দায়িত্বে পাঠানো হয়েছে।
/জেআর/