টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি 08 July, 2021 07:10 AM
গাজীপুরের টঙ্গীতে বিয়েবাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৭ জুলাই) দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা কাজীবাড়ি শহীদুল ইসলামের বাড়িতে ফাহিম (৪৫), পিতা-মোঃ কাজী,সাং- কুশলিয়া, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ বর্তমানে সাং-গাজীপুরা কাজীবাড়ি শহিদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর-এর কন্যা বর্ষার বিয়ের আয়োজন করা হয়।
করোনা মহামারির কারণে দেশে কঠোর লকডাউন চলমান অবস্থায় বিয়ের আয়োজন করার সংবাদ পেয়ে জনাব নাফিজ এলাহি, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘটনাস্থলে পৌঁছে বিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং দেশে কঠোর লকডাউনের ভিতরে বিয়ের আয়োজন করার অপরাধে কনের পিতা মোঃ ফাহিম (৪৫)-কে ১০,০০০ টাকা এবং বাড়ির মালিক মো. শহিদুল ইসলামকে ১০,০০০ টাকা মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করেন এবং বিয়ের জন্য প্রস্তুতকৃত খাবার এরশাদ নগর এলাকায় একটি এতিমখানায় এতিম শিশুদের মধ্যে বন্টন করে দেন।
/জেআর/
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর গাজীপুর সদর