| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি টিকা নিয়ে সরকারের পরিকল্পনা জাতি জানে না : এলডিপি


টিকা নিয়ে সরকারের পরিকল্পনা জাতি জানে না : এলডিপি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     06 July, 2021     01:29 PM    


বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘যত টিকা লাগে কেনা হবে’। কিন্তু কোথা থেকে ক্রয় করা হবে, কবে নাগাদ ক্রয় করা হবে তার সুনির্দিষ্ট কোনও ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে তিনি দেননি। যার ফলে টিকা নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জাতির জানা নেই বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

মঙ্গলবার (৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

তারা বলেন, করোনা মোকাবেলায় অতিমারির শুরু থেকে সরকারের রাখঢাক, সমন্বয়হীনতা, অতিকথন ও দুর্নীতি জনগণকে হতাশ করেছে, ক্ষুব্ধ করেছে। সরকার ও স্বাস্থ্য ব্যবস্থার ওপর মানুষের আস্থাহীনতা সৃষ্টি হয়েছে।

তারা বলেছেন, করোনা সংক্রমিত হবে না, কিন্তু হয়েছে। তারপর বলেছেন, সব চিকিৎসার ব্যবস্থা করা হবে, কিন্তু কোনও ব্যবস্থা করা হয়নি। দেশের জনগণের কাছে পরিষ্কার যে, সরকার তাদের মিথ্যা আশ্বাস দিয়েছে।

/প্রেসবিজ্ঞপ্তি/জেআর/