ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 23 June, 2021 05:06 AM
ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর কবলে পড়ে নগদ টাকা খুঁইয়েছেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিগবাতুল্লাহ নূর ও একই মসজিদের খাদেম মো. মনির হোসেন। বুধবার (২৩ জুন) ভোরে পৌর এলাকার মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার বিকেলে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিগবাতুল্লাহ নূর ফজর নামাজের ইমামতি করার জন্য একই মসজিদের খাদেম মো. মনির হোসেনকে নিয়ে ভোরে তার মধ্যপাড়ার বাসা থেকে বের হয়ে হেঁটে বড় মসজিদে আসার সময় মৌলভীপাড়ার এলাকায় পৌঁছালে ৩ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের মুখে তাদের পথরোধ করে। পরে ছিনতাইকারীরা খতিব ও খাদেমের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
/জেআর/
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর