| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইরানের নতুন প্রেসিডেন্টকে ইসরায়েলের ভয়, বিশ্বকে আলোচনায় না বসার আহ্বান


ইরানের নতুন প্রেসিডেন্টকে ইসরায়েলের ভয়, বিশ্বকে আলোচনায় না বসার আহ্বান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     21 June, 2021     12:19 PM    


ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ইহুদি দেশটি ইব্রাহিম রাইসির প্রেসিডেন্ট হওয়ায় নিন্দা জানিয়ে বলছে, রাইসির অধীন ইরানে একটি নৃশংস জল্লাদের সরকার প্রতিষ্ঠিত হবে। কাজেই বিশ্বশক্তিগুলোর উচিত হবে না ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে কোনো আলোচনায় যোগ দেওয়া। খবর আল জাজিরা'র।

রোববার (২০ জুন) উদ্বিগ্ন ইসরায়েল ইরানের ব্যাপারে বিশ্ব সম্প্রদায়ের কাছে এ আহ্বান জানায়। ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, রাইসিকে নিয়ে আন্তর্জাতিক মহলের সচেতন হওয়া উচিত।

অন্যদিকে  ইরান সরকারের প্রতি জনগণের আস্থা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন রাইসি। সাবেক এই বিচারক বলেন, তিনি পুরো জাতির নেতা হবেন।

/জেআর/