রহমতটোয়েন্টিফোর ডেস্ক 01 June, 2021 11:45 AM
ভোরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে। এর আগে গতকাল থেকে থেমে থেমে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। এতে উবে গেছে কয়েক দিনের দুঃসহ গরম। বইছে শীতল হাওয়া।
মঙ্গলবার (০১ জুন) সকালে একটানা বৃষ্টি হয়। এতে রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ।
আবহাওয়া অফিস জানায়, দেশে ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এ কারণে দেশের নদীবন্দরগুলোতে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ সময় কোথাও ২ নম্বর সতর্কসংকেত, কোথাও এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।