| |
               

মূল পাতা সারাদেশ সিলেটে পরপর চার বার ভূমিকম্প


সিলেটে পরপর চার বার ভূমিকম্প


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     29 May, 2021     12:32 PM    


সিলেটে পরপর চার বার ভূমিকম্প হয়েছে। এ সময়  প্রবল ঝাঁকুনির ফলে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা ১১টা ২৯ মিনিটে ও ১১টা ৩৪ মিনিটে কেঁপে ওঠে সিলেট।

এ ব্যাপারে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘সিলেটে পর পর তিনবার ভূমিকম্প হয়েছে। তবে কত মাত্রার তা জানার চেষ্টা চলছে। কেননা ভূমিকম্পের বিষয়টি স্টেশনে রিসিভ হয়নি। অন্তত ৩টি স্টেশনে রিসিভ হলে বলা যেত কত মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল কোথায়।’

আবহাওয়াবিদরা জানান,  ঢাকা থেকে রিপোর্ট এলে এর মাত্রা ও উৎপত্তিস্থলের ব্যাপারে জানা যাবে। দ্রুত রিপোর্ট চলে আসবে বলেও জানান তারা।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট সিলেট সিলেট সদর