| |
               

মূল পাতা জাতীয় স্বস্তির খবর : কমতে পারে তাপমাত্রা


স্বস্তির খবর : কমতে পারে তাপমাত্রা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     24 May, 2021     10:00 AM    


ভয়াবহ তাপদাহ। পুড়ছে দেশ। অতিষ্ঠ জনজীবন। এ অবস্থায় স্বস্তির খবর দিলো আবহাওয়া অফিস। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আজ সোমবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। দেশের কিছু কিছু জায়গা থেকে তাপপ্রবাহ কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু জায়গা থেকে এ তাপপ্রবাহ কমতে পারে।

বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

অন্য দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’–এ পরিণত হয়েছে। সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।