মূল পাতা আন্তর্জাতিক ফিলিস্তিনে চলমান হামলা অব্যাহত রাখার অঙ্গীকার নেতানিয়াহুর
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 20 May, 2021 06:26 AM
ইসরাঈলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় ইসরাঈলী বাহিনীর বর্বরোচিত অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। বিশ্বব্যাপী অব্যাহত নিন্দা ও প্রতিবাদ, সংঘাত কমাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহবান সত্ত্বেও এই ঘোষণা দিলেন তিনি।
১৯ মে বুধবার ইসরাঈলের স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় ইসরাঈলী বাহিনীর অপারেশন কমান্ড সেন্টার পরিদর্শন শেষে টুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই হামলা চালিয়ে যেতে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ’।
Just as I told the ambassadors here today, this is the inherent right of Israel. I very much appreciate the support of these governments, and I especially appreciate the support of our friend @POTUS Joe Biden, for the State of Israel's right to self-defense. pic.twitter.com/sEaPGXIwdS
— PM of Israel (@IsraeliPM) May 19, 2021
একই টুইটের আরেক থ্রেডে তিনি তার ভাষায় ‘ইসরাঈলের আত্মরক্ষার অধিকার’-এর প্রতি সমর্থন ব্যক্ত করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভূয়সী প্রশংসা করেন।
PM Netanyahu: "I am determined to continue this operation until its objective is achieved: to restore the calm and security to you, citizens of Israel." pic.twitter.com/SSVYWQ6bz1
— PM of Israel (@IsraeliPM) May 19, 2021
এদিকে কাতারভিত্তিক আল জাজিরা জানিয়েছে, ইসরাঈলে ফাইটার জেটের অব্যাহত হামলা গাজা উপত্যকার অনেক আবাসিক ভবন মাটির সাথে মিশে গিয়েছে এবং নিহতের সংখ্যা ২২৭ জনে পৌঁছেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্বৃতি দিয়ে বলা হয়েছে যে, নিহতদের মধ্যে ৬৪ জন শিশু ও ৩৮ জন মহিলা রয়েছেন।