মূল পাতা আন্তর্জাতিক ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল সিরিয়া
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 22 April, 2021 04:02 PM
ইহুদীবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোপন পরমাণু স্থাপনার কাছে সিরিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার পর ইসরাইলের পারমাণবিক চুল্লির আশপাশের এলাকায় সতর্ক সঙ্কেত বেজে ওঠে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে ইসরাইলের গোপন পরমাণু স্থাপনা দিমোনার কাছে সিরিয়া এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার পর ইসরাইলি গণমাধ্যম ধারণা করছে,এ ঘটনায় জড়িত ইরান।
এ ব্যাপারে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এর প্রতিক্রিয়ায় তারা সিরিয়ার ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। যে স্থাপনা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলে আঘাত হেনেছে সেখানেও হামলা চালানো হয়েছে।
সিরিয়ার সামরিক বাহিনীর একজন দলত্যাগী সদস্য রয়টার্সকে জানিয়েছেন, ইসরাইলিরা দামেস্কের প্রায় ৪০ কিলোমিটার উত্তরপূর্বে দুমাইর শহরের কাছে কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে। ওই এলাকাগুলোতে ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থান আছে বলে জানিয়েছেন তিনি।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, রাজধানী দামেস্কের আশপাশের এলাকাগুলো লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলা প্রতিরোধ করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।
ইরান ইসরাইলের মধ্যে উত্তেজনা দিনদিন বেড়েই চলেছে। দুই দেশই পরস্পরকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছে।
-জেড