| |
               

মূল পাতা করোনাভাইরাস করোনায় মারা গেলেন ঢাবি অধ্যাপক নজরুল ইসলাম খান


করোনায় মারা গেলেন ঢাবি অধ্যাপক নজরুল ইসলাম খান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     18 April, 2021     12:52 PM    


মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, মৃত্যুর বয়স তার হয়েছিল ৬২ বছর। আজ বাদ জোহর উত্তরা সেক্টর-৩ জামে মসজিদে জানাজা শেষে সেক্টর-৪ এর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অধ্যাপক ড. নজরুল ইসলাম খান রাত একটার দিকে মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’

-জেড