রহমতটোয়েন্টিফোর ডেস্ক 13 April, 2021 07:12 PM
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার থেকে রোজা শুরু হচ্ছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর সারাদেশে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। শেষ রাতে সেহরি খেয়ে মুসলমানরা কাল বুধবার থেকে রোজা রাখা শুরু করবেন।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান। সভা থেকে ১৪৪২ হিজরি সালের রমজান মাস ও লাইলাতুল কদরের ছুটির তারিখ ঘোষণা করা হয়।
এর আগে, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মসজিদে সর্বোচ্চ ২০ জনকে ওয়াক্ত ও তারাবির নামাজে অংশ নিতে বলা হয়।
-জেড