মূল পাতা মুসলিম বিশ্ব মুক্তিযুদ্ধের সমর্থক হলে মোদি ‘বাংলাদেশিদের’ তাড়াচ্ছেন কেনও, প্রশ্ন ওয়াইসির
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 28 March, 2021 02:42 PM
আপনি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থকই হন, তাহলে ‘বাংলাদেশিদের’ তাড়াচ্ছেন কেনও- ভারতের প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক উগ্র হিন্দু মোদিকে উদ্দেশ্য করে এ প্রশ্ন করেছেন দেশটির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘তাহলে কেন মুর্শিদাবাদের মানুষদের ‘বাংলাদেশি’ বলে ডাকেন প্রধানমন্ত্রী মোদি?’
শনিবার মুর্শিদাবাদের এক জনসভায় এসব কথা বলেন ওয়াইসি। ভোটপ্রচারে মুর্শিদাবাদে রয়েছেন তিনি। ওই জনসভায় ওয়াইসি বলেন, ‘গতকাল বাংলাদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য সত্যাগ্রহ করেছিলেন। যদি আপনি বাংলাদেশের জন্য সত্যাগ্রহ করেই থাকেন, তাহলে কেন মুর্শিদাবাদিদের বাংলাদেশি বলেন? কেন তাদের প্রতি খারাপ আচরণ করেন? কেন তাদের বিতাড়িত করতে চান?’ সম্প্রতি উত্তরপ্রদেশের মন্দিরে পানি খেতে গিয়ে মুসলমান কিশোরের নিগ্রহ প্রসঙ্গও টেনে আনেন ওয়াইসি। তার কথায়, ‘বিজেপি দেশের মধ্যে এমন ঘৃণা ছড়িয়েছে যে, কোনো মুসলমান বালক পানি খেতে গেলেও তাকে নিগৃহীত হতে হয়। মুসলমানদের ‘জিহাদি’, আদিবাসীদের ‘নকশাল’ এবং ধর্মনিরপেক্ষ চিন্তাবিদদের ‘দেশদ্রোহী’র তকমা দেওয়া হচ্ছে।’
-জেড