| |
               

মূল পাতা করোনাভাইরাস করোনা পরিস্থিতির অবনতি, দ্বিতীয় দিনের মতো ১০ হাজার মানুষের মৃত্যু


করোনা পরিস্থিতির অবনতি, দ্বিতীয় দিনের মতো ১০ হাজার মানুষের মৃত্যু


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     25 March, 2021     11:58 AM    


করোনার প্রকোপ থামছেই না। এক বছরের বেশি সময় ধরে টালমাটাল বিশ্ব। টিকা আবিষ্কার করেও যেন বাগে আসছে না মহামারি করোনা। জানা গেছে, টানা দ্বিতীয় দিনের মতো ১০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিল এই ভাইরাস। এ নিয়ে মোট প্রাণহানি ২৭ লাখ ৫৫ হাজারের ছাড়িয়ে গেছে।

দৈনিক মৃত্যু-সংক্রমণের শীর্ষে ব্রাজিল। ২৪ ঘণ্টায় ভাইরাসটির প্রকোপে দেশটিতে মারা গেছেন দু’হাজার ২৪৪ জন। সাড়ে ৯০ হাজারের মতো মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা। এদিকে দিনের দ্বিতীয় সর্বোচ্চ ১৪শ’র বেশি মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৭ হাজারের ওপর।

দেশেও গত কয়েক দিন ধরে বেড়েছে শনাক্ত ও মৃতের সংখ্যা। দৈনিক ৩ হাজারের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। সরকার নতুন করে কঠোরতা আরোপের ঘোষণা দিয়েছে ইতোমধ্যে। আপাতত লকডাউনের সম্ভাবনা না থাকলেও স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
-জেড