গোপালগঞ্জ প্রতিনিধি 23 March, 2021 01:04 PM
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে হাফসা খানম (১৩) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার চরপাথালিয়া এলাকার দোলা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানিয়েছেন, রাতে গোপালগঞ্জ জেলা শহরের মৌলভীপাড়া এলাকায় বোনের বাসা থেকে একটি মোটর সাইকেলে করে টুঙ্গিপাড়ার যাচ্ছিলেন নিহত হাফসা।
এসময় মোটর সাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এত হাফসা মোটর সাইকেল থেকে মহাসড়কের উপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটর সাইকেল চালক হাফসাকে ফেলে রেখে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে। নিহত কিশোরী হাফসা টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া গ্রামের মো: খায়ের শেখের মেয়ে। সে বাঁশবাড়িয়া স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গোপালগঞ্জ টুংগীপাড়া