মূল পাতা শিক্ষাঙ্গন মাদরাসা ছাড়া অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির এক বছর
রহমতটোয়েন্টিফোর প্রতিবেদক 17 March, 2021 11:28 AM
দেশের কওমি মাদরাসা ছাড়া স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ছুটির এক বছর পূর্ণ হলো আজ। ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশে সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে।
গত বছর বিশ্বব্যাপী করোনা মহামারি পরিস্থিতিতে বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম কারো করোনায় মৃত্যু হয় দেশে। এক দিন আগে ১৭ মার্চ কওমি মাদরাসাসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, চলতি মাসের ২৯ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা থাকলেও সম্প্রতি সংক্রমণ বেড়ে গেছে। গত দুদিনে ২৬ জন করে মারা গেছেন করোনায়। সংক্রমণও রোজ হাজারের ঘরে। এমতাবস্থায় স্কুল ছুটির বাড়ানো হতে পারে বলে আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
এর আগে, গত বছরের ১২ জুলাই থেকে হেফজ মাদরাসাগুলো খুলে দেওয়ার ঘোষণা দেয় সরকার। ৮ জুলাই, ২০২০ ধর্ম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছিল। পরের মাসে সকল কওমি মাদরাসাও খুলে দেওয়া হয়।
-জেড