| |
               

মূল পাতা সারাদেশ ছারছীনায় তিনদিন ব্যাপী মাহফিল, রোববার আখেরি মোনাজাত


ছারছীনায় তিনদিন ব্যাপী মাহফিল, রোববার আখেরি মোনাজাত


বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি     13 March, 2021     03:12 PM    


পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার (নেছারাবাদ) ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফে ৩ দিন ব্যাপী বার্ষিক মাহফিল গতকাল শুক্রবার (১২ মার্চ) বাদ ফজর শুরু হয়েছে। আগামীকাল রোববার বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হবে। ছারছীনা দরবারের পীর হযরত মাওলানা শাহ মোহাম্মাদ মুহিব্বুল্লাহ শুক্রবার বাদ ফজর তিনদিন ব্যাপী এ মাহফিলের উদ্বোধন করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ছারছীনা দরবারের প্রতিষ্ঠাতা শাহ্ সূফি আল্লামা নেছারুদ্দীন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি’র-৬৯ তম, শাহ সূফি আল্লামা আবু জাফর মোহাম্মদ ছালেহ রাহমাতুল্লাহি আলাইহি’র ৩১তম ইন্তেকাল বার্ষিকী এবং ছারছীনার মাদরাসার ১৩২তম বার্ষিক এ মাহফিল।

মাহফিল উপলক্ষে গত কয়েকদিন আগে থেকেই স্বরূপকাঠির সন্ধ্যা নদীর তীরে অবস্থিত ছারছীনা দরবারের বিশাল ময়দানে ধর্মপ্রাণ মুসলমানগণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে উপস্থিত হচ্ছেন। শেষ দিন আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মাহফিলে মুসল্লী আসা অব্যাহত থাকবে। লাখো মুমিন মুসলমানের পদচারণা ও জিকির-আজকারে মুখরিত ছারছীনার ময়দান।

১২ মার্চ শুক্রবার বাদ ফজর থেকে মাহফিলের মূল কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৪ মার্চ রোববার বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হবে। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে মাহফিলে অংশগ্রহণকারী লাখো ভক্ত-মুরীদানকে নিয়ে আখেরি মোনাজাত পরিচালনা করবেন ছারছীনা দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ মোহাম্মাদ মুহিব্বুল্লাহ।
-জেড


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: